বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৯

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ বিজিএমইএ’র

ছবি: বাসস

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য ঘর পুড়ে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ বুধবার বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে বিজিএমইএ ।

তারা আশা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বিজিএমইএ জানায়, মানবিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।