বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৬:২২

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের কর্মসূচি

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ উদযাপন করা হবে।

প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করার জন্য কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচির অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫ বিতরণ করা হবে। একই দিন দুপুর ১২ টায় রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। সপ্তাহের দ্বিতীয় দিন (২৭ নভেম্বর) সড়ক র‌্যালি ও প্রাণিসম্পদ খাত সম্পর্কিত সমস্যা, সম্ভবনা ও করণীয় বিষয়ে সেমিনার আয়োজন করা হবে।

২৮ নভেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার এবং ২৯ নভেম্বর প্রাণিজ পণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধিতে সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, ৩০ নভেম্বর প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচার, ১ ডিসেম্বর তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা এবং ২ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।

এছাড়া, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা, র‌্যালি, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদি পশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পসহ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।