বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৫২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৯৫ মামলা

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীতে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৫ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এছাড়া অভিযানকালে মোট ৩০৮ টি গাড়ি ডাম্পিং ও ৭৯ টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২২০টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৬৮ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে পাঁচটি বাস, সাতটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। 

দু’টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে ট্রাফিক-তেজগাঁও বিভাগে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে একটি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, চারটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে। 

নয়টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগে। 

ট্রাফিক-রমনা বিভাগে একটি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, একটি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে দু’টি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২০৫ টি মামলা হয়েছে। 

এতে আরো বলা হয়, গতকাল ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।