বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৪:৪৬

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের ১৭৬ কোটি টাকা মূল্যের জমি জব্দ

নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎‎‎‎এক্সিম ব্যাংক ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে থাকা ১৭৬ কোটি ১২ লাখ টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রাজধানীতেই এসব জমি রয়েছে।

এছাড়াও নজরুল ইসলামের নামে থাকা ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের  আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মোঃ রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭শ’ ৮১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অভিযোগে মামলা করে দুদক। 

এর আগে আদালতের আদেশে প্রথম দফায় তার নামীয় কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। পরে আসামির নামে আরও সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। 

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আসামির নিজের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে আসামির অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। 

তাই আসামির নামে থাকা সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী অবিলম্বে ক্রোক  ও ফ্রিজ  করা জরুরী বলে আবেদনে জানানো হয়।