শিরোনাম

ঢাকা (উত্তর), ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর নিকুঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের জোরালো দাবি এবং গণমাধ্যমে নিকুঞ্জের ফুটপাত, খেলার মাঠ এবং অন্যান্য দখলদারিত্ব নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি এই অভিযান পরিচালনা করেন।
নিকুঞ্জ-২ এর ১ নম্বর রোডের পূর্ব প্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং ঢাকা রিজেন্সির পেছন দিকে ৫ ও ৮ নম্বর রোডস্থ খেলার মাঠের চারপাশে অভিযান পরিচালনা করা হয়।