বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ২০:২৩

ইমিগ্রেশন প্রতিনিধি ও নথি যাচাইয়ের আহ্বান কানাডার

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশি আবেদনকারীদের প্রতি কেবল লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন প্রতিনিধি নিয়োগ এবং বায়োমেট্রিক নির্দেশনা পত্র বা পাসপোর্ট জমা দেওয়ার অনুরোধুসংক্রান্ত চিঠির সত্যতা ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।

আজ সোমবার হাইকমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক জনসচেতনতামূলক বার্তায় উল্লেখ করা হয়—অননুমোদিত বা লাইসেন্সবিহীন প্রতিনিধি ব্যবহার করলে কানাডার ইমিগ্রেশন প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়তে পারে।

হাইকমিশন আবেদনকারীদের সতর্ক করে জানায়, যেকোনো ধরনের যোগাযোগুবিশেষ করে বায়োমেট্রিক নির্দেশনা পত্র বা পাসপোর্ট অনুরোধপত্র—নিজের জমা দেওয়া আবেদনপত্রের সঙ্গে সঠিকভাবে মিলে কিনা তা অবশ্যই যাচাই করতে হবে।

এ ছাড়া, কানাডার সরকারি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে হাইকমিশন জানায়—সরকারি উৎস থেকে তথ্য না নিয়ে ভুল তথ্যের ওপর নির্ভর করলে আবেদনকারীরা প্রতারণা বা বিভ্রান্তির শিকার হতে পারেন।