বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ২০:২২

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: জেলায় জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছবি : বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দেশের জেলায় জেলায় আনন্দ মিছিল করেছেন জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। 

আজ সোমবার রায় ঘোষণার পর থেকে এসব কর্মসূচি পালন করেন আপামর জনসাধারণ। 

নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে রায়ের ঘোষণা নিয়ে উল্লাস করে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক (দক্ষিণ অঞ্চল) শওকত আলী বলেন, আমরা এই রায়কে কিছুটা সন্তোষ প্রকাশ করছি। খুনি হাসিনার নির্দেশে এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আজ আদালত ন্যায় বিচার করেছে। আমরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বলতে চাই, তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা নেয়। যারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, তাদের বিপক্ষে একদিক জনতা রুখে দাঁড়াবে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, জেলা সংগঠক সোনিয়া আক্তার (লুবনা), ফজলে রাব্বি প্রমুখ।

সিলেট সংবাদদাতার তথ্যে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর নগরীতে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজ দুপুর থেকে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার নেতৃবৃন্দ। রায় ঘোষণার পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় উপস্থিত শিক্ষার্থীরা এই রায়কে তাদের বিজয় হিসেবে অভিহিত করে উল্লাস প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা ছিল।

এদিকে লক্ষ্মীপুরের সংবাদদাতা জানান, লক্ষ্মীপুর শহরের চকবাজার মসজিদ প্রাঙ্গণ থেকে মিষ্টি বিতরণ শুরু করেন জুলাই যোদ্ধারা। পরে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া অন্য উপজেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন জুলাই যোদ্ধারা। এ সময় জেলা বৈষম্যবিরোধী শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও আবদুল মতিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া এই রায়ে সন্তষ্ট প্রকাশ করেছেন জেলা বিএনপি, জেলা জামায়াত ও এনসিপি নেতারাসহ সর্বস্তরের মানুষ।

জুলাই যোদ্ধারা জানান, জুলাই অভ্যুত্থানের সময় যেভাবে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছিল খুনি হাসিনা, সেটা আজকে রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই রায় বাংলাদেশের জন্য একটি ইতিহাস। এটি মাইলফলক। যদি কেউ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। রায়ে সন্তষ্ট প্রকাশ করে দ্রুত সেটা বাস্তবায়নের দাবি জানান তারা।

ময়মনসিংহ থেকে সংবাদদাতা জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ময়মনসিংহে আনন্দ মিছিল করা হয়েছে। আজ বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে বিএনপির পক্ষে বিশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।

অন্যদিকে রায় ঘোষণায় পর নগরীর চরপাড়া মোড় থেকে মহানগর জামায়াতের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে দলের মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ মিছিল থেকেও রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।

কিশোরগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করেছে ওয়ারিয়ার্স অব জুলাই।

রাতে শহরের কালীবাড়ি চত্বরে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের দাবি, তারা এই আয়োজন করেছেন আদালতের ঘোষিত রায়ের প্রতি সমর্থন জানাতে।

ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম বলেন, এই রায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে আরও দৃঢ় করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমাদের আজকের আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আশরাফ আলী সোহান, সংগঠনের মুখপাত্র মানস সরকার উৎস, সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, সংগঠক আনিসুজ্জামান, যুগ্ম সদস্য সচিব শুভ রহমান, সংগঠক মো. সাইফুল্লাহ, জহিরুল ইসলাম শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া খুলনা, বরিশালসহ আরও অনেক জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে।