শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৮৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি চালিত অটোরিকশা ও ৩০৪টি মোটরসাইকেলসহ মোট ৪৫৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে। ট্রাফিকের তেজগাঁও বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি চালিত অটোরিকশা ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২ টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিকের মিরপুর বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ২৬২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিকের গুলশান বিভাগে ৯টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে।
ট্রাফিকের উত্তরা বিভাগে ২৩টি বাস, ৯টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি চালিত অটোরিকশা ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৩১৬টি মামলা হয়েছে। ট্রাফিকের রমনা বিভাগে ১০টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।
ট্রাফিকের লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি চালিত অটোরিকশা ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬১টি গাড়ি ডাম্পিং ও ১৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।