শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছে বিভিন্ন সংগঠন।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সরেজমিনে দেখা যায়, সুপ্রিম কোর্টের মাজার গেট সংলগ্ন এলাকায় মঞ্চ-২৪, জনভোট বিপ্লবী মঞ্চ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন শেখ হাসিনাসহ দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে স্লোগান দিচ্ছে।
হাসিনার শাসনামলে গুম হওয়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানও শেখ হাসিনার ফাঁসি দাবি করে রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
গত ১৯ জুলাই গ্রেফতার হওয়া জুলাই যোদ্ধা মো. গোলাম আজম বলেন, আজকের রায়ে অবশ্যই শেখ হাসিনার ফাঁসির আদেশ দিতে হবে।
জনভোট বিপ্লবী মঞ্চের নেতা মতিউর রহমানও জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ দোষীদের ফাঁসি দাবি করেছেন।