বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৮

বিএনপি জনকল্যাণের রাজনীতি করে : সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিব

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি জনগণ ও জনকল্যাণের রাজনীতি করে, এ জন্য সব সময় বিএনপি জনগণের পাশেই থাকে।

সাতক্ষীরার তালায় রোববার বিকেলে অনুষ্ঠিত মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনীত এ প্রার্থী ও সাবেক এমপি  আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন।

মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেসা মিনি, নগর ঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলি সর্দার, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু প্রমুখ।