বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ২৩:২৫

কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না। 

গণঅধিকার পরিষদের সহ সভাপতি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ ইব্রাহিম রওনকের নেতৃত্বে আজ রোববার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গনসংযোগ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেন যে, জুলাই আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার ঘটনাকে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি দাবি করেন, আগামীকাল সোমবার মানবতা বিরোধী পাঁচটি অভিযোগের রায় ঘোষণা হবে, যেখানে শেখ হাসিনাসহ তিনজন আসামি রয়েছে। আবু হানিফ আশা প্রকাশ করেন, রায়ে ‘সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে’।

তিনি আরও অভিযোগ করেন, রায়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পেট্রোল বোমা ও ককটেল হামলার ঘটনা ঘটছে। কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না বলেন তিনি।

সমাবেশে সৈয়দ ইব্রাহিম রওনক বলেন, ‘আওয়ামী লীগের পতনের পরও তাদের রেখে যাওয়া চাঁদাবাজি ও দখলদারি বন্ধ হয়নি। শুধু হাত বদল হয়েছে।’

তিনি জনগণকে অবৈধ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান এবং এলাকায় শান্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য রকিবুল ইসলাম জিসান, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর হিরন, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মুনায়েম, গণঅধিকার পরিষদ কদমতলী থানার আহ্বায়ক বশির আহমেদ, ডেমরা থানার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।