বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ২২:৪৬

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ

রোববার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বাসস

কুমিল্লা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। 

আজ রোববার দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক নির্বাচনী গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তারা এখন মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। কিন্তু সেই ভোট নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা আসনে বিএনপি'র প্রার্থী ড. মোশাররফ হোসেন বলেন, জনগণ প্রত্যাশা করছে নিজের হাতে ভোট দিয়ে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার হবে জনগণের সরকার, যিনি এমপি নির্বাচিত হবেন তিনি হবেন জনগণের এমপি।

পিআরে গেলে যারা এমপি হবেন তারা দলের এমপি হবেন, জনগণের এমপি হবেন না উল্লেখ করে ড. মোশাররফ বলেন, পিআরের মত নানা উসিলা ধরে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে। যে কোন ষড়যন্ত্রকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ইতিমধ্যে সরকার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা করেছেন। এটা কিন্তু আমাদেরও দাবি ছিল এবং বিএনপি সেটাকে সমর্থন করে।