শিরোনাম

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): কক্সবাজারে এক সম্মেলনে বক্তারা রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তারা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া জরুরি হলেও তাদের সহায়তায় চলমান মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজিএ) আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরআরআরসি ও ব্র্যাক সহযোগিতা করে।
বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট এখন একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে, যা মানবিক উদ্বেগ, ন্যায়বিচার ও আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত।
বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফে ৩৩টি ক্যাম্পে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বসবাস করছে। আট বছর ধরে তারা সেখানে অবস্থান করছে, যা স্থানীয় জনগণের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
বক্তারা জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুধু বাংলাদেশের দায়িত্ব নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব।
সিজিএ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ফারিদা পারভীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অনেকে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো প্রধান জুলহাস আলম রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিন, ড. জাকিয়া সুলতানা, অধ্যাপক ড. আমেনা মোহসিন, সিজিএ বাংলাদেশের সম্পাদক আসিফ মুনির, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনওয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব শুজাউদ্দিন শুজা এবং সিপিবি নেতা করিম উল্লাহ কালিম রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
বক্তারা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, মানবাধিকার ও মর্যাদা রক্ষা নিশ্চিত করেই তাদের সফল পুনর্বাসন সম্ভব।