বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৬
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২০:২৮

‘নগদ-ডিআরইউ শ্রেষ্ঠ প্রতিবেদন পুরস্কার’ পেলেন ২৭ সাংবাদিক

আজ ‘নগদ-ডিআরইউ শ্রেষ্ঠ প্রতিবেদন পুরস্কার’ পেলেন ২৭ সাংবাদিক। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস) : বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের মোট ২৭ জন সাংবাদিক ‘নগদ-ডিআরইউ শ্রেষ্ঠ প্রতিবেদন পুরস্কার ২০২৫’ পেয়েছেন।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

এ ছাড়া নগদের পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট সাংবাদিক, নীতিনির্ধারক এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশ নেন।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকতার দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের গভীর সত্য উদঘাটনে অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘গণমাধ্যম মানুষের কণ্ঠস্বর ও অনুভূতির প্রতিফলন। তাই সাংবাদিকতার দায়িত্ব অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ। আজ যারা পুরস্কার পেয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন। তবে যারা প্রতিবেদন জমা দিয়েছেন তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অনেক মানসম্মত প্রতিবেদন প্রশংসার যোগ্য, যদিও তারা পুরস্কার পাননি।’

২৪টি ক্যাটাগরিতে জমা পড়া মনোনয়ন থেকে বছরের সেরা ২৭টি প্রতিবেদনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে দুটি ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত প্রকাশিত বা সম্প্রচারিত প্রতিবেদনগুলোকে মনোনয়নের জন্য বিবেচনা করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- পুরস্কার পেলেন যারা- সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), এম এ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (দ্য ডেইলি স্টার), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), হারুন আর রশিদ (দৈনিক কালবেলা), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকালসন্ধ্যা ডটকম), মো. শওকত আলী (দৈনিক দেশ রূপান্তর), মো. জসীম উদ্দীন (ঢাকা পোস্ট ডটকম), এহসানুল হক জসীম (দ্য ডেইলি সান), মো. হেলিমুল আলম (দ্য ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালেরকণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান  (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো. ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহ্দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান) এবং হাসান আরিফ (দৈনিক রূপালী বাংলাদেশ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

১০ সদস্যের জুরি বোর্ডের সভাপতি ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ।