বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৮:২৭

আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে: মিনু

রোববার দুপুরে রাজশাহী শহরের রানীবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভায় কথা বলেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। ছবি: বাসস

রাজশাহী, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তাই দ্রুত নির্বাচনী মাঠে নামতে হবে। 

সংসদ নির্বাচন নিয়ে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণা কমিটি গঠনের সভায় তিনি এসব কথা বলেন। আজ রোববার দুপুরে রানীবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় মিনু বলেন, দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম আসন এটি। সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনী কমিটি গঠন করতে হবে। সেইসঙ্গে মিডিয়া ও প্রচারণা কমিটিসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কমিটি দ্রুত করা তাগিদ দেন তিনি। 
তিনি বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। দলে প্রতিযোগিতার রয়েছে কিন্তু কোনো প্রতিহিংসা নাই। এ জন্য যে যেখানে গেলে কোনো প্রশ্ন থাকবে না তাকে সেখানেই কাজে লাগাতে হবে। 

আজ থেকে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে যেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার পরামর্শ দেন মিনু। এদিকে প্রধান অতিথি ও বিএনপির প্রার্থীর কথা শুনে উপস্থিত নেতৃবৃন্দ তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

রাজশাহী মহানগর বিএনপি এ সভার আয়োজন করে। মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।