শিরোনাম

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশ গত শনিবার (১৫ নভেম্বর) অত্র থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফাহিম (২৩), পলাশ (২২), রাসেল (২৮), ওবায়দুল (৩৩), আলমগীর (৩৮), সাকির হোসেন (৩১), গোলাম হোসেন (৪৫), বাদল (৫৮), শ্যামলী বেগম সাথী (২৭), মোবারক (৩১), তানভীর আহমেদ সাব্বির (২২), অনিক (৩৩), নিয়ামত উল্লাহ (২৫) ও ইমন ওরফে অনিল (২৫)।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, দুইটি বিদেশি মদের বোতল, দুইটি ডিজিটাল পরিমাপ মেশিন ও নগদ ২৪২ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।