শিরোনাম

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে প্রচারিত একটি প্রতারণামূলক ভিডিও সম্পর্কে জনসচেতনতার জন্য অর্থ মন্ত্রণালয় একটি জরুরি সতর্কতা জারি করেছে।
আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, ‘সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করছে যা সম্পূর্ণ মিথ্যা। ওই ভুয়া ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।’
ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভয়েস প্রদান ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।
অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যে ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তথ্য বিবরণীতে বিভিন্ন সময়ের এ ধরনের ভুয়া ভিডিও বা নিউজে বিভ্রান্ত না হয়ে এড়িয়ে চলতে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।