শিরোনাম

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা ও তার স্ত্রী সবিতা আগারওয়ালার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ (বৃহস্পতিবার) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দু’টি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের পক্ষে আবেদন দু’টি করেন সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, দিলীপ কুমার আগারওয়ালা অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ১১২ কোটি ৪৭ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি ৩০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এসব অর্থ দুর্নীতি, ঘুষ ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত বলে অভিযোগ করেছে দুদক। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদক আইন ২০০৪ এর ১৯ ধারা ও বিধিমালা ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী দিলীপ আগারওয়ালার শুরু থেকে সর্বশেষ দাখিলকৃত করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ ও পর্যালোচনা প্রয়োজন বলে আবেদন করা হয়।
অন্য আবেদনে বলা হয়েছে, দিলীপ আগারওয়ালার স্ত্রী সবিতা আগারওয়ালা অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ৪৫ কোটি ৭০ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নামে ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংক হিসাবে ২১৩ কোটি ২৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অর্থও দুর্নীতি, ঘুষ ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে প্রাপ্ত বলে জানায় দুদক। মামলাটি তদন্তের স্বার্থে তার শুরু থেকে সর্বশেষ দাখিলকৃত করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ ও পর্যালোচনার আবেদন করা হয়।
আদালত দুদকের আবেদন দু’টির শুনানি শেষে দিলীপ আগারওয়ালা ও সবিতা আগারওয়ালার আয়কর নথি জব্দের নির্দেশ দেন।