শিরোনাম

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): দুর্নীতি মামলা চলমান থাকায় জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সেইসঙ্গে, তার ২০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও বিভিন্ন স্থাবর সম্পত্তি জব্দের আদেশ ও স্থাবর সম্পত্তিগুলো পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে ঢাকা ও পঞ্চগড়ে অবস্থিত জমি ও ফ্ল্যাটবাবদ ৭ কোটি ২০ লাখ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। আরও আছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করা ৮৪ কোটি ৮৯ লাখ টাকা।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে বাসস'কে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আবেদনে বলা হয়েছে, জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আশি কোটি পয়ত্রিশ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ ও দখলে রাখার অভিযোগ রয়েছে।
দুদকের অনুসন্ধানকালে জানা গেছে যে তিনি নিজের, যৌথ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ২০টি হিসাবে ৪০ কোটি ৬৯ লাখ টাকা জমা ও ৩৮ কোটি ৪৫ লাখ টাকা উত্তোলন করেছেন। তার ব্যাংক একাউন্টের লেনদেনসমূহ অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে এ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর,স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তিত বা হস্তান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসকল স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ বা ক্রোক করা, তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ও স্থাবর সম্পত্তিগুলো দেখাশুনার জন্য রিসিভার নিয়োগ করা প্রয়োজন বলে দুদক এ আবেদনটি দাখিল করেছে।