বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৫২

সিলেটে নিখোঁজ হওয়া ৪ শিশু রাজধানীর হোটেল থেকে উদ্ধার

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

উদ্ধারকৃত শিশুরা হলো- তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রোববার শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫ টার  দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে শিশুদেরকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল।

উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।