শিরোনাম

নড়াইল, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলা ও নগর বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ, মো. আলী হাসান, অশোক কুণ্ডু, মো. আজিজুর রহমান, ইবাদত মিনা, মো. সুলতান মোল্যা, সৈয়দ হারুনর রশিদ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি মুধুমিতা বেগম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, যুবদলের জেলা সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, ছাত্রদলের জেলা সভাপতি মো: ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, হামিদুল ইসলাম তনু।
বক্তারা বলেন, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েই তরিকুল ইসলাম অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলে বিএনপির রাজনীতি চালিয়ে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই ও তরিকুল ইসলামের মানুষের প্রতি ভালোবাসার শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।