বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৫:০৩

নতুন মামলায় গ্রেফতার নজরুল-আরিফ

ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক দুই থানার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। 

এর মধ্যে গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ও কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকার মহানগর দায়রা আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ কাউয়ুম হোসেন নয়ন বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলামের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। 

এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই রাজধানীর গুলশান থানায় মামলা হয়।

আরিফ হাসানের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট কোতয়ালী থানাধীন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রোফায়েদ হাসানসহ ২৫ থেকে ৩০ জন। 

গুলির আঘাতে ওই দিন দুপুরের দিকে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে সলিমুল্লাহ মেডিক্যালে জরুরি চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। এখনো শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ। 

এ ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর কোতয়ালী থানায় ভুক্তভোগীর পক্ষে মামলা করেন নয়ন হোসেন।