বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৪:১২

রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাহের দুলালকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর নবাবপুর এলাকায় রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু জাহের দুলাল গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছেন। 

৩১ অক্টোবর জাতীয় সংসদ ভবন এলাকা, ২৮ অক্টোবর মোহাম্মদপুর এলাকা, ২২ অক্টোবর মিরপুর-১ কমার্স কলেজের সামনে, ১২ সেপ্টেম্বর বাংলামোটর এলাকা ও  ৯ সেপ্টেম্বর শের-ই-বাংলা নগর এলাকা শ্যামলী কলেজ গেইট এলাকায় মিছিলে অংশগ্রহণ করেন তিনি। 

উল্লিখিত মিছিলগুলোর ভিডিও তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেন তিনি।

গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।