শিরোনাম

ঝালকাঠি, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করবে ও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।
জোট বদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়োজন হলে সে ক্ষেত্রে কোন দলের সাথে তারা জোট বাঁধবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, সে ব্যাপারে সংস্কার আন্দোলনের পক্ষের শক্তির সাথে পর্যালোচনা চলছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের এনসিপির জেলা শাখার সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিন তিনি। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসনাত।
তিনি আরও বলেন, এনসিপি যে অবস্থান নেয় দিন শেষে সবাইকে সে অবস্থানেই আসতে হয়। আর দিন শেষে ট্রফি যার মাঠও তার। সেই ট্রফি এনসিপি নিচ্ছে বলে উল্লেখ করেন হাসনাত।
তিনি আরও বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে আন্তর্বতী সরকার র্নিমোহ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’
বিকেল চারটায় এনসিপির জেলা পর্যায়ের তিন শতাধিক নেতৃবৃন্দ এ সমন্বয় সভায় যোগ দেন। জেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।