বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১৮:০১

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান

অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদর্শে দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সারা দেশে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শুক্রবার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ক্যাম্পটি আয়োজন করা হয় ঢাকা-১৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর রেজাউল করিম মাহমুদ এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সুস্থতা আল্লাহ তা’য়ালার এক মহান নেয়ামত। মানুষ অসুস্থ হলে আল্লাহই শিফা দান করেন। তাই চিকিৎসার পাশাপাশি শেষ রাতে আল্লাহর দরবারে ধর্ণা দিতে হবে। কারণ, আল্লাহ চাইলে বান্দাকে সবকিছু দান করতে পারেন-এটাই তাঁর অঙ্গীকার।

তিনি বলেন, স্বাস্থ্য সচেতনতা ব্যক্তি জীবনে যেমন আনন্দ ও প্রশান্তি আনে, তেমনি জাতির ভবিষ্যৎ নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুচিন্তিতভাবে রায় প্রদান করতে হবে।

তিনি বলেন, ঢাকা-১৫ আসনে সংগঠন সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমীরে জামায়াত শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন বরেণ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করলে জনগণ তার যোগ্য নেতৃত্বে সেবা লাভ করবে। দল ক্ষমতায় গেলে তার নেতৃত্বে দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে উঠবে, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। দেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। তিনি সেই স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অধ্যাপক মুজিব বলেন, সবার আগে দেশে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন সকলের জন্য সমান সুযোগের একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’। অতীতের ভোটচুরি, কেন্দ্র দখল ও অবৈধ অর্থের ব্যবহারসহ নির্বাচনী অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, “১০টা হোন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা”-এমন নৈরাজ্যকর পরিস্থিতি জনগণ আর দেখতে চায় না। “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো”-এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এ সময় তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।