বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১৩:১৩

খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

শুক্রবার সকালে গুইমারা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খাগড়াছড়ি ,৩১ অক্টোবর,২০২৫(বাসস):জেলার গুইমারাতে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

শুক্রবার সকালে গুইমারা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। 

২০১৫ সালে গুইমারা উপজেলাটি গঠিত হলেও এখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয়। এতে করে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে। একইভাবে ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না। তাই এই দুটি প্রতিষ্ঠান গুইমারার মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করেছে স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বপন চক্রবর্তী, মাওলানা ওসমান গনি, শিক্ষক প্রতিনিধি চাইরেপ্রু মারমা, সাংবাদিক আব্দুল আলী, মাঈন উদ্দিন বাবলু, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরা ও আরমান হোসাইন, পেশাজীবী আবু বক্কর, মাগফার হোসেন এবং সমাজসেবক সাইফুল ইসলাম সোহাগ, ও  মো. ইউসুফ প্রমুখ।