শিরোনাম
ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. জোবায়েদ হোসেন ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মাহুতটুলির নাসির বক্স লেনের ১৫ নম্বর বাড়িতে তার মৃত্যু হয়।
আজ (সোমবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘জোবায়েদ হোসেনের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগে আমাদের আরেক নেতা সাম্যকেও একইভাবে হত্যা করা হয়েছে। যেসব শিক্ষক আসামিদের গ্রেফতারের জন্য গতদিন লড়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। আশা করি, দ্রুতই তারা গ্রেফতার হবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, তার অকালে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। আমার তার গায়ে সমাবর্তনের গাউন তুলে দেওয়ার কথা, মাথায় ক্যাপ তুলে দেওয়ার কথা কিন্তু তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে আছি।
উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, আমার ছাত্র জোবায়েদকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, যেটা মোটেও কাম্য নয়। আমরা চাই অতিদ্রুত অপরাধীদের শাস্তি চাই।
উপাচার্য আরও বলেন, সে অনেক ভালো ছেলে ছিল। তার মতো ছেলের শত্রুই হতে পারে না।
এদিকে রোববার রাত ১০টা ৫০ মিনিটের দিকে জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায় পুলিশ। এরপর হত্যায় অভিযুক্ত বর্ষা নামের ছাত্রীকে রাত ১১টার দিকে হেফাজতে নেওয়া হয়।
জানা যায়, নিহত জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। একইসঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।