শিরোনাম
ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়াতে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল কুমিল্লায় পৌঁছেছে।
বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
তিনি জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ তারেক রহমানের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে কুমিল্লায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় আরো উপস্থিত থাকবেন— বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে আজ সকালে কুমিল্লার চান্দিনার এতবার গ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়া’র কবর জিয়ারত করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং চান্দিনা উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন।