শিরোনাম
কুমিল্লা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল কুমিল্লার চান্দিনার এতবার গ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়া কবর জিয়ারত ও মোনাজাত করেন নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, কুমিল্লা উত্তর জেলা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ এবং শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।