শিরোনাম
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): রাষ্ট্রীয় মালিকানাধীন যমুনা তেল কোম্পানির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ডিপো কার্যালয়ে আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম ২২ ও ২৩ নম্বর স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টসহ প্রাপ্ত ও বিতরণকৃত তেলের পরিমাণ সম্পর্কিত রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়া, যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোর গেজার মো. জয়নাল আবেদীনের নির্মিত ‘ব্রাজিল বাড়ি’ নামক স্থাপনাও সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।
এদিকে, কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ দাবি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগে আজ আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদক। ছদ্মবেশে পর্যবেক্ষণকালে দেখা যায়, অফিস প্রাঙ্গণে দালালচক্রের সক্রিয় দৌরাত্ম্য রয়েছে। টিম দৈবচয়নের ভিত্তিতে বেশ কিছু পাসপোর্ট আবেদনপত্র যাচাই করে, যেখানে সাংকেতিক চিহ্নের অস্তিত্ব পাওয়া যায়-যা দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত বহন করে। উপস্থিত সেবাপ্রত্যাশীদের সম্মুখে টিম পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে বিষয়টি অবহিত করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এছাড়া, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে এবং উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা, কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে।