শিরোনাম
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্লবী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।
মামলার চার্জশিটটি “দেখিলাম” বলে স্বাক্ষর করে বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।
আজ রোববার পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুর রহমান চার্জশিট দাখিল করেন। পরে গত ১৫ অক্টোবর ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম চার্জশিটটি পর্যালোচনা করে বিচারের জন্য বদলির আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৫ আগস্ট জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা দায়েরের বিধান রাখা হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামি কামাল আহমেদ মজুমদার তাঁর দুটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে থানায় জমা দিয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এ বিষয়ে থানাকে অবহিতও করেননি।
এ ঘটনায় গত ২৪ মে পল্লবী থানার এসআই মোহাম্মদ আবু সামা অস্ত্র আইনের ১৯(১) ধারায় কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত বছরের ১৮ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ।