শিরোনাম
দিনাজপুর, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মানুষের পাশে থাকার দল, পালিয়ে যাওয়ার দল নয়।
তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া গণউন্নয়নে কাজ করেছেন। আগামীতে তাদের উত্তরসূরি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে, এদেশের জনগণের উন্নয়নে তিনি কাজ করবেন।
শনিবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের রাতের এই কর্মী সমাবেশে আপনাদের এত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতি প্রমাণ করে, আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কতটা ভালোবাসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এর বাস্তব দৃষ্টান্ত স্থাপন করবেন বলে বিশ্বাস করি।
এ নেতা বলেন, এই যে পল্লী বিদ্যুৎ আপনারা দেখছেন, এটি চালু করে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, কী করবে, তা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। বিএনপি’র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের জনগণের প্রত্যাশা অবশ্যই পূরণ হবে।
তিনি আরও বলেন, এ জন্য নীতিবাক্য রয়েছে, শেষ ভালো যার, সব ভালো তার। বিএনপি সেই বিষয়টি বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষকে উপহার দিতে চায়। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
বিনোদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মামুন, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাজ্জাদ আল মামুন প্রমুখ।