বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ০০:০৩

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় আজ শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালন কালে আনসার বাহিনীর ২৫ সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শাহাজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আনুমানিক দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং আনসার সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনুমানিক এক হাজার আনসার সদস্য উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজে সরাসরি অংশগ্রহণ করে। এতে ২৫ জন আনসার সদস্য দগ্ধ ও আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আনসার উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন বলেন, আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক মুহূর্তেই আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্বিক তদারকির মাধ্যমে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করেছে এবং আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রাত ৯টা ১৮ মিনিটের দিকে বিমানবন্দরের আগুন নিয়নন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।