বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ২২:২৭

বিমানবন্দরে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৫ হাজার পুলিশ সদস্য

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় আশপাশ ও উত্তরা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বাসসকে শনিবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছেন। উত্তরা বিভাগের ৬টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।

মহিদুল ইসলাম বলেন, যারা কার্ডধারী তাদেরকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে অন্য কেউ প্রবেশ করতে পারছেন না। 

এর আগে শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিকভাবে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ২টা ৫০ মিনিটে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দর ফায়ার স্টেশনসহ আশপাশের ৫টি ইউনিট। পর্যায়ক্রমে ফায়ার স্টেশনের ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।