বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫২

রাঙ্গামাটির নানিয়ারচরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব

রাঙ্গামাটির নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, সদস্য পরিকল্পনা ও তুলা চাষ প্রকল্পের পরিচালক মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
 
উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে পার্বত্য সচিব মো. আব্দুল খালেক বলেন, পার্বত্য অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এই অঞ্চলে কৃষি নিয়ে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি উৎপাদনে আধুনিক পদ্ধতির ব্যবহারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপকারভোগীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, কৃষিখাতে তিন পার্বত্য জেলায় কমপক্ষে ৪০ শতাংশ বরাদ্দ রাখার জন্য পার্বত্য জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে। 

পরিদর্শনকালে সচিব, এশিয়ার সেরা নারী গোলকিপার রুপনা চাকমার বাড়ির পথে নির্মাণাধীন সেতু, ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম এলাকার সেচ ড্রেন, ধুতাঙ্গ অরণ্য সাধনা কেন্দ্রে যাওয়ার সেতু এবং কৈলাসপূর্ণ পাড়া এলাকার তুলা চাষের প্লটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।