শিরোনাম
চট্টগ্রাম, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিরামিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে’ বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে নেভাল একাডেমি সংলগ্ন পতেঙ্গা বিচের অদূরে ‘এমভি জায়ান’ নামের জাহাজটির তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি ডুবে যায়।
শনিবার (১৮ অক্টোবর) বন্দর সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজে থাকা নাবিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, জাহাজটি বহির্নোঙর থেকে ১ হাজার ২০০ টন ‘বল ক্লে’ নিয়ে কর্ণফুলী নদীর দিকে যাচ্ছিলো। ডুবে যাওয়ার ঘটনায় বন্দরের জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
জাহাজটির মালিক কোম্পানি সি ওয়ার্ল্ড শিপিং লিমিটেড। কোম্পানির অপারেশনাল এক্সিকিউটিভ মোহাম্মদ খলিল জানান, ‘বল ক্লে নিয়ে ফেরার সময় নেভাল বিচের কাছে ধাক্কা খেয়ে জাহাজের তলা ফেটে যায় এবং হ্যাজে পানি প্রবেশ করে আস্তে-আস্তে ডুবে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটির প্রায় ৯০ শতাংশ ডুবে গেছে। মালিকপক্ষকে দ্রুত জাহাজটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।