বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৭

সিলেটের সমাজসেবী আনহার শিকদারের ইন্তেকাল

সিলেটের বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আনহার শিকদার। ছবি: বাসস

সিলেট, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেটের বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আনহার শিকদার আজ শনিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আনহার শিকদার জালালাবাদ রোটারি ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তিনি জালালাবাদ প্রতিবন্ধী হাসপাতাল, নাট্যলোক সিলেট, জালালাবাদ যুব ফোরাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

আনহার শিকদারের মরদেহ সিলেটে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী দুপুরে মরহুমের সিলেটস্থ বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।