বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ২৩:০২

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-  সাকিবুল (২০), খায়রুল ইসলাম(২১), মোশাররফ  (২১), মিজান (২৪),  কামাল (৩০), জিসান (২২), ফারুন  (২৩), রাশেদুল (৩৮), রায়হান (১৯), মামুন (২১),  রাজিব রতন (১৮),  টিপু (২৯),  সালমান (২৭), সানি (২৬), আসিফ (২৫), আইচান ওরফে আহসান (৩০), আসাদুল হক (২৫) ও শামীম (৪২)।

এ সময় তাদের কাছ থেকে  ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি,পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।