শিরোনাম
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রযুক্তির আধুনিকতম ব্যবহার, ডাটা ভিত্তিক কৌশল ও জেনারেশন জেড (জেন জি) লক্ষ্য করে কার্যকর নির্বাচনি কৌশল নির্ধারণে ‘দক্ষ সহযোদ্ধা’ অনলাইন প্লাটফর্মের উদ্যোগে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ট্রেনিং প্রজেক্ট’ এর দ্বিতীয় পর্ব অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ‘কৌশল নির্ধারণ ও নেতৃত্বের বার্তা’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হয়। এই বিশেষ ট্রেনিং সেশনটির মূল ফোকাস ছিল ‘ডেটা ড্রিভেন পলিটিক্স’ বা তথ্যভিত্তিক রাজনীতি।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের দিনে কেবল আবেগ বা গতানুগতিক ধারায় নয়, বরং তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমেই রাজনৈতিক বার্তা মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছানো সম্ভব।’
ড. মাহাদী আমিন বলেন, ‘বিশ্বজুড়ে আধুনিক রাজনীতি এখন ডেটা-নির্ভর। ভোটারদের মনোভাব বোঝা, সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছানো এবং অপপ্রচার মোকাবিলা করার জন্য ডেটা অ্যানালিটিক্স অপরিহার্য। জাতীয়তাবাদী অনলাইন কর্মীদের এই প্রশিক্ষণ ভবিষ্যতের জন্য অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।’
এ প্রশিক্ষণ পর্বটিতে সারা বিশ্ব থেকে প্রায় ৩ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
এর আগে গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম পর্বে এই কর্মশালায় অংশ নিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব ও বিশেষজ্ঞগণ, যেখানে জাতীয়তাবাদী আদর্শকে বর্তমান প্রেক্ষাপটে আরও প্রাসঙ্গিক করে তোলার রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
এ পর্বের মূল বিষয় ছিল ‘বাংলাদেশি জাতীয়তাবাদ এবং এ সম্পর্কিত জিয়া পরিবারের ইতিহাস’, যেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩৮৮ জন।
প্রথম পর্বে ন্যারেটিভ তৈরি, মাল্টিমিডিয়া, ডাটা ভিত্তিক রাজনীতি, বেসিক এআই, সাইবার সিকিউরিটি এবং ফ্যাক্ট চেকিংয়ের মতো অত্যাধুনিক রাজনৈতিক প্রযুক্তির ওপর আলোকপাত করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম এই কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজওয়ানুল হক শোভন এবং পরিচালনায় ছিলেন শিকদার মোহাম্মদ জিন্নাহ।
আশিক ইসলাম বলেন, “অনলাইন আন্দোলনকে কার্যকর করতে হলে, কেবল সক্রিয়তা যথেষ্ট নয়, প্রয়োজন কৌশল। ডেটা ড্রিভেন পলিটিক্স সেই কৌশলটি সরবরাহ করে, যা অনলাইন আন্দোলনকে কেবল সরব নয়, বরং ফলপ্রসূ করে তোলে।"
আশিক ইসলাম পরবর্তী ৪টি পর্বেও সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রযুক্তি ব্যবহারে বিএনপির প্রস্তুতি ও করণীয় বিষয়ে বক্তারা বলেন, বিশ্বজুড়ে নির্বাচনে প্রযুক্তি যেভাবে ‘গেম চেঞ্জার’ হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে বিএনপিকে অবশ্যই পিছিয়ে থাকলে চলবে না। প্রস্তুতির মাত্রা বর্তমানে বিএনপি প্রযুক্তির ব্যবহারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা বলেন, কর্মীদের ন্যারেটিভ তৈরি এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরিতে আরও প্রশিক্ষণ প্রয়োজন। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্যাক্ট চেকিং টিম গঠন করা জরুরি, যাতে ভুল তথ্য দ্রুত মোকাবিলা করা যায়।
তারা বলেন, ‘দক্ষ সহযোদ্ধা’ অনলাইন প্লাটফর্মের উদ্যোগে এবং সহযোগী সংগঠন “জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)”- এর সহায়তায় বিএনপির এই উদ্যোগ সময়োপযোগী। বাংলাদেশি জাতীয়তাবাদকে বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে আরও দৃঢ় করতে হলে তাদের অবশ্যই জিয়া পরিবারকে কেন্দ্র করে একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে হবে, যা জেন জি- এর কাছে আবেদন তৈরি করবে।
তারা আরো বলেন, প্রযুক্তিকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, বরং ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারলেই বিএনপি নির্বাচনে কৌশলগত সুবিধা পাবে।