শিরোনাম
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মাতার জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।
শহীদ ডা. সজীবের পিতার কাছে এ চিকিৎসা সরঞ্জাম উপহার হিসেবে আজ হস্তান্তর করা হয়।
বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শহীদ ডা. সজীবের পিতাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এ সময় ডা. রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন তিনি।
এ সময় শহীদ ডা. সজীবের পিতা হালিম সরকার বলেন, ‘আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এর পূর্বেও তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।’ তিনি তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, শহীদ ডা. সজীবের মাতা দীর্ঘ এক বছর ধরে শয্যাশায়ী। তাকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান, মুসরিক প্রমুখ।