বাসস
  ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৯

অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল (ওসিএন্ডএস)-এ কুচকাওয়াজ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

একই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুল (ইএমইসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

নান্দনিক ও চৌকষ এই প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স ও ইএমই কোরের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেছেন।

অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিরা সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় অর্ডন্যান্স ও ইএমই কোরের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। 

দেশের সেবায় আত্মনিয়োগ করতে তাদের উদ্বুদ্ধ করেন।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।