শিরোনাম
নেত্রকোণা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): নেত্রকোণায় দেশবরেণ্য কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক খালেকদাদ চৌধুরীর ৪০তম প্রয়াণ বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ আয়োজনে জেলা শহরের মোক্তার পাড়ায় সাধারণ গ্রন্থাগারে রাত পর্যন্ত চলে এ স্মরণসভা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত খালেকদাদ চৌধুরী সাহিত্য পত্রিকা উত্তর আকাশ’র সম্পাদক ছিলেন।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং প্রধান আলোচক জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান তার বক্তব্যে বলেন, খালেকদাদ চৌধুরী স্বমহিমায় নিজেকে প্রস্ফুটিত করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উনার সম্পাদিত সাহিত্য পত্রিকাটি ফের চালু করার জন্য এবং উনার অপ্রকাশিত সাহিত্যকর্ম প্রকাশে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
প্রধান আলোচক ডা. আনোয়ারুল হক বলেন, সাহিত্য, সংস্কৃতি, লোকসংগীত এর একটি সমৃদ্ধ জায়গা নেত্রকোণা। খালেকদাদ চৌধুরী এ উর্বর ভূমির সন্তান, তিনি নেত্রকোণার লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
তিনি একইসঙ্গে একজন সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা।
কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে খালেকদাদ চৌধুরী’র ছেলে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, খালেকদাদ চৌধুরীর দৃষ্টি ছিল নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট এলাকায়। জীবন সংগ্রামকে তিনি তার সাহিত্যে তুলে ধরেছেন। তিনি বেশি পরিচিত হয়েছেন অনুবাদের মাধ্যমে। রুশ, ফরাসি সাহিত্যসহ বিশ্বের সমৃদ্ধ সাহিত্যের অনুবাদ করতেন এবং বাংলা সাহিত্যিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। রবীন্দ্রনাথ, নজরুলের বাহিরে তিনি বিশ্ব সাহিত্যের ভিন্ন জগৎ সম্পর্কে ধারণা সৃষ্টি করেন। নেত্রকোণার ভাটি অঞ্চল, বাউল, কবিয়ালদের কথা তিনি তার লেখায় তুলে ধরেছেন। জমিদারদের নির্যাতন, শ্রেণিবৈষম্য তার সাহিত্যে উঠে এসেছে, আমাদের মহান যুদ্ধের উপর তিনি সাহিত্য রচনা করেছেন।
স্মরণসভায় লেখক, গবেষক, মুক্তিযুদ্ধের সংগঠক খালেকদাদ চৌধুরী’র সাহিত্য কর্ম নিয়ে নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ’র লেখা প্রবন্ধ পাঠ করা হয়।
খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে স্মরণসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, দৈনিক ভোরের জাহান’র সম্পাদক মোশারফ হোসেন খসরু বক্তব্য দেন।