বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ২১:৩৩

মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরের রুপনগরে রাসায়নিক গুদামে আগুনে নিহত নারীসহ ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তাদের মধ্যে গতকাল বুধবার ৬ জন ও বৃহস্পতিবার ১০ জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। গত বুধবার মাহিরা আক্তার (১৪),  নার্গিস আক্তার (১৮) নুরে আলম (২৩), সানোয়ার হোসেন (২২), আব্দুল্লাহ আল-মামুন (৩৯) ও রবিউল ইসলাম রবিনের (১৯) ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

আজ বৃহস্পতিবার ১০ জনের মধ্যে রয়েছে, মুনা আক্তার সামিরা (১৪), ফারজানা আক্তার (১৫), মুক্তা আক্তার (৩০), অজ্ঞাত নারী (২৫), অজ্ঞাত পুরুষ (৪০), অজ্ঞাত পুরুষ (৩০), অজ্ঞাত পুরুষ (২৬), অজ্ঞাত পুরুষ (২৮), অজ্ঞাত পুরুষ (২০) ও অজ্ঞাত পুরুষ (২০)।

রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মুখলেছুর রহমান (লস্কর) বলেন, মর্গ থেকে মোট ১৬ জনের মরদেহের মধ্যে রয়েছে ১০ জন পুরুষ ও ৬ নারী। তাদের মধ্যে ছয় জন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডাক্তার আয়েশা পারভীনসহ সিআইডির ল্যাবের সদস্যরা তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন।
 
এদিকে নিহত কয়েকজনের স্বজন জানিয়েছেন, তারা তাদের স্বজনের মরদেহ পেতে সিআইডির ফরেনসিক ল্যাবে আজ প্রয়োজনীয় নমুনা দিয়েছেন।