শিরোনাম
রংপুর, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম পথিকৃৎ শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ সারাবিশ্বের জন্য স্মরণীয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে মনসুর চাভোশি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আসতে পেরে আমি আনন্দিত।
আজ বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সহধর্মিণী জাহারা চাভোশিসহ দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশের উত্তরাঞ্চলে শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে ইরানি রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান বেরোবি উপাচার্য।
তিনি অতিথিদের বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, অ্যাকাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষামূলক কার্যক্রম বিনিময় পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এসময় ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানে বেশ কিছু ভালো বিশ্ববিদ্যালয় আছে।
তিনি বলেন, ইরানের এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারবে।
বেরোবি উপাচার্য ইরানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ইরানি রাষ্ট্রদূত সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সহযোগিতায় গুরুত্বারোপ করেন।
মতবিনিময় শেষে উপাচার্য ইরানি প্রতিনিধিদলকে একটি স্মারক উপহার দেন।
মতবিনিময় সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।