শিরোনাম
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ আগামী ১৯ অক্টোবর অবসরে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আব্দুর রউফ সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়- কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী তার বয়স ৫৯ (উনষাট) বছর পূর্তিতে ১৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ২০ অক্টোবর, ২০২৫ থেকে ১৯ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত ১ (এক) বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল.) মঞ্জুর করা হলো।
তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।