বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৯:১৪

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নীতি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আজ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে এমন নীতিমালা গ্রহণ করেছে, যার উদ্দেশ্য ছিল দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতির অগ্রগতিকে থামিয়ে দেওয়া।

তিনি বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন একটি নীতি গ্রহণ করেছে, যাতে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা গেলে পুরো জাতিকেই ধ্বংস করা যাবে।

মানুষ যেন যুক্তি ও তর্কের মাধ্যমে কথা বলতে না পারে, সঠিক ও ভুলের পার্থক্য করতে না পারে। এ উদ্দেশ্যেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যাতে জনগণ ফ্যাসিস্টদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে।”

আজ ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

ড. মোইন খান বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে, তা থেকে পুনরুদ্ধার হতে আমাদের কত সময় লাগবে, আমি জানি না।”

দেশের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার যাই করুক, যদি শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে শিক্ষিত করার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেন, তাহলে আমি বিশ্বাস করি, তারা সফল হবেন।”

তিনি আরও বলেন, “আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কারণ তাদের রয়েছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়, সেরা শিক্ষক এবং সেরা শিক্ষার্থী।”

বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এর মূল হাতিয়ার ছিল- শিক্ষকদের সম্মান, মর্যাদা ও অবস্থান নষ্ট করা এবং শিক্ষার্থীদের পাঠ্যবই ও পাঠক্রম ধ্বংস করা। এর সরাসরি ফলাফলই হলো আজকের এই পরিস্থিতি।”