বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৬

সাবেক এএসপি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সম্পদ বিবরণীতে তথ্য গোপন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। 

মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় দায়ের করা হয়েছে।

দুদক জানায়, আসামি জিয়াউর রহমান গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৮৪৮ টাকার সম্পদের ঘোষণা দেন। পরবর্তী যাচাই-বাছাইয়ে তার নামে ৫ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৭ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এতে তিনি ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৪৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, জিয়াউর রহমানের নামে দায়-দেনা রয়েছে ১ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ২৮৮ টাকা। দায় বাদে তার নীট সম্পদ দাঁড়ায় ৪ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ৮০৯ টাকা। পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ মিলিয়ে তার মোট অর্জিত সম্পদ ৬ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৪৬২ টাকা, যার বিপরীতে বৈধ আয় পাওয়া গেছে মাত্র ২ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ১৬৬ টাকা। ফলে তিনি ৪ কোটি ২ লাখ ৭৪ হাজার ২৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, তার নামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ৬টি হিসাবে মোট ২০ কোটি ৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে, জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক নথিতে অনুসন্ধান চলছে বলে দুদক জানিয়েছে।