শিরোনাম
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেন (৬১), খিলক্ষেত থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল খালেক (৪৬), ঢাকা মহানগর ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজি সিরাজুল ইসলাম মনা (৫৯), ঢাকা তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা (৬০), নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি রুবেল বালী (৪৫), পিরোজপুর জেলার কাউখালি থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ (৪৬), নরসিংদী জেলার আমিরগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুল ভূইয়া বাশার (৩২), ঢাকা দক্ষিণখান থানা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন সাইফুল (৪২) ও ঢাকা মহানগর ৬৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল আউয়াল (৪৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।