শিরোনাম
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে।
তিনি বলেন, ‘গণভোট নিয়ে অহেতুক বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না।