বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ২১:১৪

২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

ফাইল ছবি

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ২৯ জন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।
 
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবলায়ের উপ-সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ২৯ জন সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশন কর্মচারি নিয়োগ বিধিমালা, ২০২৩ এর ৬ নম্বর বিধি অনুসারে তাদের চাকরি স্থায়ী করা হলো।’

এসব কর্মকর্তা ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে যোগদান করেছিলেন। যোগাদানের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।